গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম। অতিথির মধ্যে বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় কল্যানরাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডায় বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবী সংগঠক ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সারওয়ার জাহান সুমন, আলিনগর প্রতীতি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক শরিফউদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আলী, ডাসকো প্রতিনিধি সুশান্ত চন্দ্র শীলসহ অনেকে। আলোচনা শেষে চারজনকে প্রতিবন্ধী হুইল চেয়ার তুলে দেন অতিথিরা। এছাড়া সমাজসেবায় অবদান রাখার জন্য উপজেলার ৯ জন স্বেচ্ছাসেবী সংগঠনকে এবং ৩ জন সমাজকর্মীকে অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আলোচনাসভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইমাম, বেসরকারী উন্নয়ন সংস্থাসহ এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।