সদর ও শিবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে এবং শিবগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাস টার্মিনাল এলাকায় এসএসসি ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনে’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্যানেলের সমন্বয়কারী কামরুল হাসান জুয়েল, আমিনুল হক আবির, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলক, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোখসানা আহমসহ অন্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১০০জন শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। অন্যদিকে শিবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।