৩৭ জনের সাজা কমালেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদ-প্রাপ্ত ৪০ জনের মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- করেছেন। বাকি ৩ জনের মৃত্যুদ- বাতিল করেননি তিনি। এই তিনজন হলেন- ডাইলান রুফ, জোখার সারনায়েভ ও রবার্ট বাউয়ার্স। বড়দিনের আগে গতকাল এই পদক্ষেপটি ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে নেয়া হলো। প্রথম মেয়াদে ট্রাম্প মৃত্যুদ- কার্যকরের সংখ্যা বাড়িয়েছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি মৃত্যুদ- প্রাপ্তদের সাজা যাবজ্জীবন কারাদ-ে রূপান্তরিত করেছেন। এর ফলে তারা প্যারোল ছাড়া জীবনের বাকি সময় কারাগারে কাটাবেন। এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘মৃত্যুদ-ের ওপর আমার প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা সন্ত্রাসবাদ ও ঘৃণাজনিত গণহত্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই নীতির সঙ্গেই ৩৭ জনের মৃত্যুদ- কমানো হয়েছে।