উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত : মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে হবে দাফন
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে এদিন বেলা ১১টা ১৬ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সোমবার সকাল ১০টায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। তিনি জানান, তার মেয়ে কানাডা থেকে ফিরবেন আগামীকাল। মেয়ে দেশে ফিরলে তার দাফন করা হবে।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে ডি-৮ সম্মেলন শেষে মিশর থেকে দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় শোক ও সমবেদনা জানান পরিবারের সদস্যদের। হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। দেখা করেন হাসান আরিফের পরিবারের সদস্যদের সঙ্গে। সজ্জ্বন, মৃদুভাষী হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। ল্যাবএইডে আসেন জামায়াতের আমির ড.শফিকুর রহমানও। তিনি বলেন, খাটি দেশ প্রেমিককে হারাল বাংলাদেশ। হাসান আরিফের মৃত্যুতে হাসপাতালে যান তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙক্ষীরা। ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও।প্রসঙ্গত, গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া, ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এ আইনজীবী।