নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন
আগামী ১১ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। আজ সাফের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। শুধু বয়সভিত্তিক নারী সাফ নয়, দু’টি বয়সভিত্তিক ছেলেদের সাফের সূচিও পরিবর্তিত হয়েছে। অনূর্ধ্ব-২০ এর আয়োজক বাংলাদেশ হলেও ছেলেদের অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতাটি আয়োজিত হবে প্রতিবেশি দেশ ভারতে। যা আগামী বছর ৫-১৫ নভেম্বর ভারতের মাটিতে আসর শুরু হওয়ার কথা ছিল। তবে পরিবর্তিত সূচিতে ৮-১৮ নভেম্বর হবে। এছাড়া পুরুষ সাফ অনূর্ধ্ব-১৭ আসরের সময় নির্ধারিত হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর।