ঈদে রহনপুর রেলবন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ ৮ দিন

269

ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর রেল বন্দরে দিয়ে ৮ দিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। গত ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে রহনপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে। জানা গেছে, দুই দেশের রেল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ রুটে ভারতের সাথে গত ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ৮ দিন পণ্য আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। এছাড়া নেপাল ও ভূটানে পণ্য আমদানি ও রপ্তানিও বন্ধ থাকবে। আগামী ৫ মে আবারো এ রুট দিয়ে শুরু হবে আমদানি ও রপ্তানি। রহনপুর রেলবন্দরে সিএন্ডএফ এজেন্ট সেলিম জানান, এ রুট দিয়ে ভারতের সিঙ্গাঁবাদ রেলস্টেশন হয়ে প্রতিদিন একটি র‌্যাকে ৪২ টি ওয়াগনে পণ্য নিয়ে বাংলাদেশের রহনপুর রেলবন্দরে পৌঁছে। পরে খালাসের জন্য দেশের বিভিন্ন গন্তব্য স্টেশনে চলে যায় ওয়াগন ভর্তি ট্রেনটি। তিনি জানান পাথর, ভুট্টা, গমসহ অন্যান্য পণ্য এ রুট দিয়ে আমদানি হয়ে থাকে। ৪ মে পর্যন্ত রেলপথের সকল আমদানি কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। রহনপুর রেলওয়ে স্টেশনের মাস্টার-২ মামুনুর রশিদ জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ-ভারত দুই দেশের রেল বিভাগ ৮ দিন এই রুট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তবে ৫ মে থেকে যথারীতি পণ্য আমদানী ও রপ্তানি আগের নিয়মে চালু থাকবে। বাংলাদেশে পণ্য খালাস হওয়া ভারতীয় ৪২টি যুক্ত ওয়াগন প্রতিদিন এ বন্দর দিয়ে ওই দেশে ফেরত যাচ্ছে।