চট্টগ্রামের দারুণ জয়ের দিনে রোমাঞ্চ ছড়াল খুলনা-বরিশাল

সিলেটের জিততে তখন প্রয়োজন ৭ বলে ২০, হাতে আছে ১ উইকেট। এমন অবস্থায় আহমেদ শরিফের করা ১৪তম ওভারের শেষ বলটা ছক্কায় উড়িয়ে দিলেন নাঈম আহমেদ। শেষ ওভারে ১৪ রানের সমীকরণেও আশা দেখেছিল সিলেট। তবে ইফরান হোসেনের বলে নাঈম আউট হতেই ১৪ রানের জয়ের আনন্দে মাতে চট্টগ্রাম। চট্টগ্রামের অনায়াস জয়ের দিনে রোমাঞ্চের সবটা দেখিয়েছে খুলনা ও বরিশাল। ম্যাচের শেষ বল পর্যন্ত খেলেছে দুই দল। তাতে ম্যাচের পরতে পরতে উত্তেজনা ছড়িয়ে ১ রানের জয় পেয়েছে খুলনা। বরিশালের ওপেনার আব্দুল মজিদের মন্থর ব্যাটিংয়ের সঙ্গে দারুণ বোলিংয়ে ম্যাচটা নিজেদের করে নিয়েছে খুলনা।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট আউটার স্টেডিয়ামে খেলতে নামে চট্টগ্রাম ও সিলেট। ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে তামিম ইকবালের ঝড়ো ফিফটিতে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ১৪.২ ওভারে ১৩৩ রানেই থামে সিলেটের ইনিংস।