এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে ভারত

মালয়েশিয়ার কুয়ালামাপুরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ড্র হয়ে গেল আজ। যেখানে ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। গ্রুপের প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। আগামী মার্চে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে ঘরে ও বাইরে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৫ মার্চ ভারতের মাঠে ম্যাচ দিয়ে বাছাই শুরু হবে বাংলাদেশের। এরপরের দুটি ম্যাচই খেলবে ঘরের মাঠে। ১০ জুন সিঙ্গাপুর এবং ৯ অক্টোবর প্রতিপক্ষ হংকং। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারত এবং ২০২৬ সালের ৩১ মার্চ সিঙ্গাপুরে মাঠের বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।