গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক

গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাজির উদ্দিন কার্তিক নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। গত রাত পৌনে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি জানায়, নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন গোমস্তাপুরের বাংগাবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল কেতাব বাজার এলাকায় টহল দেয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারনে নাজিরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি ভারতীয় নাগরিক। তিনি আরও স্বীকার করেন যে, তিনি ১০/১২দিন পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তবে তিনি বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত পাসপোর্ট বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তাঁকে তল্লাশী করে ১০ ভারতীয় রুপী ও বাংলাদেশী আড়াইশ টাকা নগদ পাওয়া যায়। অধিকতর জিজ্ঞাসাবাদে তাঁর উত্তর অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় এবং কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় তাঁকে আটক করা হয়। ১৬’ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, ওই ব্যাক্তিকে প্রাথমিকভাবে কিছুটা মানসিক সমস্যাগ্রস্থ বলে মনে হয়। তাঁকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার বলেন, আজ ওই ভারতীয় নাগরিককে হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে থানায় ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্টে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।