চাঁপাইনবাবগঞ্জে দু’দিনের তথ্য মেলা’র সমাপনী
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে দু’দিনের তথ্য মেলা শেষ হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে শিক্ষা, বিআরটিএ ও পাসপোর্ট সেবা বিষয়ক গণশুনানির মধ্যে দিয়ে শেষ দিনের অনুষ্ঠানমালা শুরু হয়। প্যানেল উত্তরদাতা হিসাবে সেবাগ্রহীতাদের সরাসরি বিভিন্ন সেবা সংক্রান্ত ও অভিযোগের উত্তর দেন জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়ক রাশেদুল আরমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা বিআরটিএ সহকারী পরিচালক শাহজামান হক ও জেলা পাসপোর্ট অফিসের সহকরাী পরিচালক মিজানুর রহমান। শুনানী সঞ্চালনা করেন টিআইবি’র জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম।
সন্ধ্যায় মেলা মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশন সচিব মো. আরিফ। স্বাগত বক্তব্য দেন জেলা সনাক সভাপতি সেলিনা বেগম। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আফাজ উদ্দিন। বক্তরা তথ্য অধিদপ্তর আইনের যথাযথ বাস্তবায়নকে তরান্বিত ও বেগবান করার মাধ্যমে দূর্নীতি বিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে রুপ দেবার উপর জোর দেন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেলায় অংশ নেয়া ৬৬টি স্টলের মধ্যে সরকারি ক্যাটাগরিতে জেলা এলজিইডি কে প্রথম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে দ্বিতীয় ও জেলা কৃষি সম্প্রষরাণ অদিপ্তরকে তৃতীয় সেরা পুরস্কার প্রদান করেন অতিথিরা। বেসরকারি স্টলের মধ্যে আশা এনজিও কে বিশেষ পুরস্কার দেয়া হয়। এছাড়া অংশ নেয়া সকল স্টলকে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়। রাতে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা শেষ হয়।