শিবগঞ্জে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা


শিবগঞ্জে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল-ইমরান। এতে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমসহ অন্যরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।