চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
‘অন্তর্ভুক্তীমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন’- শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সমাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছেন। তারা আমাদের ভাই-বোন,পিতা-মাতা কিংবা আত্মীয় স্বজন। তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। রাষ্ট্র প্রতিবন্ধীদের জন্য নানা কর্মসূচী হাতে নিয়েছে। যার যেটাতে প্রয়োজন তাকে সেখানে প্রশিক্ষণ নিয়ে সমাজে অবদান রাখতে হবে। আর তাই তাদের বোঝা মনে না করে তাদের পাশে থেকে সমাজে পথ চলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ জহুরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সাহিদা আখতার, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা,দৃষ্টি প্রতিবন্ধী আইনাল হক, মুসা মিয়া, অভিভাবক এ্যাঞ্জেলস গার্ডেনের পরিচালক আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের শিক্ষক ও শিক্ষার্থীরা।