চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী
বিভিন্ন আনুষ্ঠানের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের ৫৯ বিজিবি-মহানন্দা ব্যাটালিয়নের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ দুপুরে এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকায় ব্যাটালিয়ন সদরে আগত অতিথিদের শুভেচ্ছা জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। দুপুর দেড়টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ। দিবসটি উপলক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ,পুলিশ সুপার রেজাউল করিম, সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আফাজ উদ্দিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার সহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।