নতুন টাকায় থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘

আসছে নতুন নোট। নোটে নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিবের গ্রাফিতি‘। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এসব চূড়ান্ত অনুমোদন হয়েছে। এরই মধ্যে নোট ছাপানোর কাজও শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা। আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে। নতুন ডিজাইনের থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। এর আগে গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি।