বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখ আমির

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে তারা। দলে নতুন মুখ হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গো। এছাড়া ডাক পেয়েছেন জাস্টিন গ্রিভস। দুজনই ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। সুপার ফিফটি ওডিআইতে ৭ ইনিংসে ৮৯.২০ গড়ে সর্বোচ্চ ৪৪৬ রান করেন আমির। তালিকার ঠিক পরেই আছেন গ্রিভস। পাঁচ ইনিংসে ১৩৩.৬৬ গড়ে ৪০১ রান করেন এই অলরাউন্ডার। তাদের দুজনকে জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুকে।