খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকেই রয়েছে ঢাকা। মঙ্গলবার সাতসকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৩৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এ সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩২০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। এছাড়া ২৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ২৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, আর পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর ১৯৮।