৫ জন গ্রেপ্তার নেতানিয়াহুর দপ্তর থেকে গোপন তথ্য চুরি

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গোপন নথি চুরি হয়েছে। এ ঘটনায় বেনিয়ামিন নেতানিয়াহুর সহকারী এলিয়েজের ফেল্ডস্টেইনসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে এদের মধ্যে একজন সামরিক কর্মকর্তাও আছেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, ফাঁস হওয়া গোপন নথির তদন্তের অংশ হিসেবে সবশেষ আইডিএফের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট সন্দেহভাজনের সংখ্যা পাঁচ জনে দাঁড়িয়েছে। জানা গেছে, ফাঁস হওয়া নথির মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে আলোচনার তথ্য রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত কিছু সংবেদনশীল নথি চুরির পাশাপাশি তা বিদেশি পত্রিকার কাছে বিক্রি করা হয়েছে। ইসরায়েলের বিরোধীদলীয় দুই নেতা ইয়াইর লাপিদ এবং বেনি গান্টজ এ ঘটনায় নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছেন। দুই নেতা বলেন, এই সরকার এবং সরকারপ্রধান যে ব্যর্থ- তার একটি বড় প্রমাণ এই নথি চুরির ঘটনা। নেতানিয়াহু এমন সব লোকজনকে নিজেদের আশেপাশে রেখেছেন, যাদের কারণে যে কোনো সময়ে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।