অলরাউন্ডার সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ
ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছেছেন সাকিব আল হাসান। দীর্ঘ ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এই টাইগার অলরাউন্ডার। পেশাদার ক্যারিয়ার আরও দীর্ঘ। এই লম্বা সময়ে জাতীয় দলের পাশাপাশি বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রশ্ন উঠেছে তার বোলিং অ্যাকশন নিয়ে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে যান সাকিব। সারের হয়ে সমারসেটের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। দুই ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। সেখানেই মূলত প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন। কাউন্টি কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শিগগিরই ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলার সঙ্গে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রে প্রযোজ্য। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে হবে এই টাইগার অলরাউন্ডারকে। পুরো বিষয়টি নিয়ে বিসিবির কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে অফিসিয়াল কিছু আসেনি। যেহেতু এটা আন্তর্জাতিক পর্যায়ের ব্যাপার নয়, তাই আমাদের জানাটাও গুরুত্বপূর্ণ নয় এই ব্যাপারে। তবে বিসিবি পর্যন্ত এসেছে বিষয়টি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা কেবলই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। সাকিব বিষয়টি জানেন, হয়তো দ্রুতই পরীক্ষা দেবেন। এটার কারণে আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই।