চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
‘সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও। অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হাসান তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান। স্বগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন তানিয়া বেগম, মতিউর রহমান, মো.গাজী প্রমুখ। বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল সহ সমবায় কর্মী, বিভিন্ন সমিতির সমবায়ী ও সংশ্লিস্টরা।
অন্যদিকে, গোমস্তাপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে পতাকা উত্তোলনের পর শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান। অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর ট্রাক বন্দোবস্তকারী সমবায় সমিতির সম্পাদক জামিল আলম কাদির, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক মুনসুর আলী, কাজিগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক মনিমুল আহসান, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সম্পাদক নাসির উদ্দীন।
শিবগঞ্জেও নানা কর্মসূচি পালনের মধ্যে জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন , সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দ্যুৎ তোয়াব, শিবগঞ্জ সমিতির সভাপতি সাব্বির আহমদ এবং শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দোলা প্রমূখ। প্রধান অতিথি বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখি। এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়-বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।