চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার,নওগাঁ থেকে ৩টি চোরাই গরু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ আন্ত:জেলা গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে নওগাঁর নিয়ামতপুর খানার চোরাপাড়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রাম থেকে গত ১৯ অক্টোবর চুরি যাওয়া ৩টি গরু। পুলিশ জানায়, গতকাল রাতব্যাপী জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর উপজেলায় অভিযানের পর আজ ভোররাতে ওই ৩ চোর শিবগঞ্জ ও গোমস্তাপুর হতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তাররা হল-শিবগঞ্জের পলাশবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে লালচাঁন ইসলাম এবং গোমস্তাপুরের বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মানিক আলী ও শুক্রবাড়ি গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম। এদের বিরুদ্ধে গরু চুরি হত্যাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। আজ সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম জাকারিয়া বলেন ও সদর থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মুনঈম শোভন গরুচুরির ঘটনায় গত মঙ্গলবার মামলা করেন। এরপরপরই পুলিশ গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেপ্তার করে। পরে বুধবার সকাল ১০টার দিকে নিয়ামতপুরের চোরাবাড়ি গ্রামে একটি গাছের সাথে বাঁধা শোভনের চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার করে। ওসি আরও জানান, চোরচক্রে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বুধবার বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।