আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস
আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে নমূণা রেখে তদন্তাধীন বিভিন্ন মামলার আলামত হিসেবে ও পরিত্যক্ত অবস্থায় সাধারণ ডায়েরিমূলে জব্দ করা বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্থানে প্রকাশ্যে বুলডোজার দিয়ে পিষে ও আগুন দিয়ে পুড়িয়ে এসব মাদক ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ও তৌহিদুজ্জামান উপস্থিত থেকে তদারকি করেন। আদালত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বলেন, এসব মাদক তদন্তাধীন বিভিন্ন মামলার আলামত হিসেবে ও পরিত্যক্ত অবস্থায় সাধারণ ডায়েরিমূলে জব্দকৃত। জেলার পাঁচ থানা ও গোয়েন্দা পুলিশ(ডিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন সময় এসব মাদকদ্রব্য জব্দ করে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে হেরোইন ২৫ কেজি ২১৫ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৩২ হাজার ৭৫৪ পিস, বিদেশী মদ ৯৭৯ বোতল, ফেনসিডিল ৭ হাজার ৯৭৭ বোতল, চোলাই মদ ৪৫.৮৫০ লিটার, ভারতীয় নেশাকারক বুপ্রেনরফিন ইনজেকশন ২ হাজার ৫৫৫ ও অন্য ইনজেকশন ১৭০ এ্যাম্পুল,গাঁজা ৯৬ কেজি ১২৪ গ্রাম, হাইড্রোজ ১.২৪৯ কেজি, বাংলা মদ তৈরির উপকরণ ৪৯৯ গ্রাম, ভারতীয় বিড়ি ৪ হাজার ২০০ বান্ডিল ও কয়েকটি নিষিদ্ধ কারেন্ট জাল।