‘শুটিংয়ে মাধুরী-বিদ্যা আসার পর আমার উথালপাথাল অবস্থা’

আনিস আজমি পরিচালিত বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। তবে সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে ছিলেন না মঞ্জুলিকা চরিত্র রূপায়নকারী অভিনেত্রী বিদ্যা বালান। এবার দেখা মিলবে তার, সঙ্গে রয়েছেন মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান। মজার ব্যাপার হলো, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। এতে রাজার বডিগার্ডের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন কাঞ্চন। তবে ট্রেইলার মুক্তির পর খবরটি আর চাপা থাকে না। বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন কাঞ্চন মল্লিক। চিরচেনা ভঙিতে ভারতীয় গণমাধ্যমে কাঞ্চন মল্লিক বলেন, “মাধুরী এলেন, বললেন ‘নমস্কার’। ততক্ষণে আমার কৈশোর, যৌবন উথালপাথাল হয়ে গিয়েছে।” কাঞ্চনের অভিনয়ের প্রশংসা করেছেন মাধুরী। তা জানিয়ে কাঞ্চন মল্লিক বলেন, ‘শট হলো। আমরা একসঙ্গে অভিনয় করলাম। তখনো আমি ভাবতেই পারছি না, কী ঘটে গেল আমার সঙ্গে! কাজ শেষ হতেই মাধুরী দীক্ষিত আমার দিকে তাকিয়ে বললেন, ‘ভেরি নাইস (খুব ভালো)।’ মনে হলো, ওরে তোরা আমায় ছেড়ে দে, আমি বাড়ি যাই। বাড়ি ফিরেই সে কথা শ্রীময়ীকে বললাম। ওমা! সে আমাকে বলে, ‘রাখো তো!’ আসলে বাংলার ওই প্রবাদটা বড় সত্যি, ‘গেঁয়ো যোগী ভিখ পায় না।” বিদ্যা বালানে মুগ্ধ কাঞ্চন মল্লিক বলেন, “বিদ্যার ওই লাস্য, সৌন্দর্যে মুগ্ধ না হয়ে উপায় নেই। বিদ্যা বোধহয় আমাদের থেকে কোনো অংশে কম বাঙালি নন। একদিন খুব গরম পড়েছে। হাঁসফাঁস অবস্থা। আমি বললাম, ‘উফ কী গরম!’ বিদ্যা আমার পাশে দাঁড়িয়ে বলে ফেললেন, ‘কী কেলেঙ্কারি কাণ্ড বলুন তো!’ আমি তো চমকে গেছি বিদ্যার মুখে ‘কেলেঙ্কারি’ শুনে! সে কথা বলতেই বিদ্যা বললেন, ‘আমি একটা বাংলা কবিতাও বলতে পারি, ‘শুনতে পেলাম পোস্তা গিয়ে/ তোমার নাকি মেয়ের বিয়ে। এরপর সত্যিই আমার আর কিছু বলার ছিল না।” কাঞ্চন ভেবেছিলেন কার্তিক আরিয়ান অহংকারী হবেন। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এ তথ্য উল্লেখ করে কাঞ্চন মল্লিক বলেন, “বলিউডের শিল্পীরা কেউ দাম্ভিক নন। আমি তো ভেবেছিলাম, নতুন প্রজন্মের নায়ক কার্তিক আরিয়ান খুব অহংকারী হবেন। কিন্তু একটু মেলামেশার পর খুব সহজ হয়ে গেলেন। কার্তিকও বুঝে ফেললেন আমি আসলে বিরাট ‘ফচকে’। শুনলাম, কলকাতায় এসেও কার্তিক আমার কথা বলেছেন। আমায় মনে রেখেছেন, এটাই আমাদের বন্ধুত্বের নিদর্শন।” ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় আরো অভিনয় করেছেন— তৃপ্তি দিমরি, রাজেশ শর্মা, বিজয় রাজ, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা প্রমুখ। ভুষণ কুমার প্রযোজিত এ সিনেমা আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শন নির্মাণ করেন ‘ভুল ভুলাইয়া’ সিনেমা। এতে অভিনয় করেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, আমিশা পাটেল প্রমুখ। দীর্ঘ বিরতি নিয়ে প্রযোজক সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করেন। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেন আনিস আজমি। অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি। দুটো সিনেমাই বক্স অফিসে ভালো সাড়া ফেলে।