চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও শিশুর অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের ফোরামগুলোর সাথে আজ বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প। ইউনিসেফের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’Ñ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সহায়তাকারী আব্দুর রহিম। আলোচনায় অংশ নেন, বালুগ্রাম আদর্শ কলেজের প্রভাষক আলহাজ্জ্ব মো. জাহাঙ্গীর আলম, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য তাশেম আলী, ইসলামিক ফাউন্ডেশন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল অদুদ, শিবগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শরিফুল ইসলামসহ অন্যরা। প্রশিক্ষনটি সমন্বয় করেন ওয়ার্ল্ড ভিশনের এসএসবি প্রকল্পের প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল। সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতৃবৃন্দ, যুবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সবশেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।
এছাড়াও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে আগামীকাল থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকা বিভাগ ছাড়া, দেশের অন্যান্য বিভাগে ১৮ কার্যদিবসের মধ্যে, জরায়ু ক্যান্সার প্রতিরোধক ১ ডোজ টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে জনসম্পৃক্তকরণ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন।