01713248557

দূর্গাপুজায় টানা ৬দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম গত ৯ অক্টোবর বুধবার থেকে গতকাল পর্যন্ত টানা ৬ দিন বন্ধের পর আজ থেকে যথারীতি পূণরায় চালু হয়েছে। বন্দর সূত্র জানায়, এ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্দর চলাকালীন সময়ে ২৪৩ ট্রাক পণ্য আমদানী ও রপ্তানী হয়েছে। এর মধ্যে সোনামসজিদের বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দর হতে ২৪১ ট্রাক পণ্য আমদানীর বিপরীতে রপ্তানী হয়েছে ২ ট্রাক বাংলাদেশী পণ্য। আমদানী হয়েছে ১০৭টি ট্রাকে ২ হাজার ৮৯৯ টন পেঁয়াজ, ৬টি ট্রাকে ৫৩ টন কাঁচামরিচ ও ৮২ ট্রাক পাথর সহ অনান্য পন্য।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারশেন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ওই ৬ দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও আভ্যন্তরীন লোড-আনলোড, পরিবহন, গুদামজাতকরণ এবং সরকারি অফিস, ব্যাংক কার্যক্রম (বাংলাদেশের সরকারি ছুটির দিন ব্যাতীত) চালু ছিল। এদিকে ইমিগ্রেশন সুত্র জানায়, বন্দর বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন যথারীতি প্রতিদিনই চালু ছিল। পাসপোর্টধারী যাত্রীরা এ পথে প্রতদিনই যাতায়াত করেন।