01713248557

ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেল ১০০ বছরের পুরনো মসজিদ

লেবাননের দক্ষিণে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। আজ ভোর রাতে এ হামলা চালায় ইসরায়েল। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে হামলা জোর দার করেছে তেল আবিব, যার সর্বশেষ নজির মসজিদ ধ্বংস করা।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কেফার তিবনিট গ্রামে স্থানীয় সময় ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মসজিদটিতে হামলা চালায় ইসরায়েল। ওই এলাকার মেয়র ফুয়াদ ইয়াসিন বলেন, মসজিদটি সীমান্ত এলাকার ৮ কিলোমিটার দূরে অবস্থিত। হামলায় এটি ধ্বংস হওয়ার ফলে এই এলাকার মুসল্লিরা একত্রিত হওয়ার সুযোগ হারিয়েছে।
তিনি আরো বলেন, মসজিদটি ১০০ বছরের পুরনো এবং স্থানীয়রা বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এর চত্বরে জড়ো হতেন। গত এক বছর ধরে গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ চলছে। তবে গত ২৩ সেপ্টেম্বরের পর এ সংঘর্ষ আরো মারাত্মক আকার ধারণ করেছে। এরইমধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় এক হাজার ২৬০ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখের বেশি মানুষ।