চাঁপাইনবাবগঞ্জে বিশ^ ডিম দিবস-২০২৪ উদযাপিত
‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’-শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিশ^ ডিম দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে শিশু ও সাধারণ মানুষের মাঝে সেদ্ধ ডিম বিতরণ করা হয়। আজ সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে, দপ্তরের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে দপ্তরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, কৃত্রিম প্রজনন কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ডা.এমরান আলী, ভেটেরেনারী কর্মকর্তা ডা.কবীর উদ্দিন আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ইয়ামিন আলী, ভেটেরিনারী সার্জন ডা.আখতারুজ্জমান, গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলী প্রমুখ। বক্তারা ডিমের পুষ্টিগুন, প্রাণীজ আমিষের চাহিদা পূরণে বাংলাদেশে ডিমের গুরুত্ব ও ডিমের উৎপাদন বৃদ্ধিতে করনীয় সম্পর্কেও সভায় আলোচনা হয়।