01713248557

উইন্ডিজকে ১০৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ

নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে অল্পেই থেমেছে টাইগ্রেসরা। শারজাহতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ। আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউজ। বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনারের কেউই। পাওয়ার প্লে-র মাঝেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার ও সাথী রাণী। এর আগে করেন যথাক্রমে ১৯ ও ৯ রান। তৃতীয় উইকেটে ৪০ রান যোগ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। ব্যক্তিগত ১৬ রানে সোবহানা আউট হওয়ার পর থেকে আসা যাওয়ার মাঝে ছিলেন ব্যাটাররা। যদিও একপ্রান্ত আগলে লড়াই করছিলেন জ্যোতি। শেষ ওভারে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জ্যোতি। ঋতু মনি করেন ১০ রান। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। উইন্ডিজের হয়ে কারিশমা রামহরক চারটি, আফি ফ্লেচার দুটি ও হেইলি ম্যাথিউজ একটি করে উইকেট নেন।