ভোলাহাটে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন
ভোলাহাট উপজেলায় ভাই-ভাতিজার পারিবারিক কলহ থামাতে গিয়ে ভাতিজা রবিউল ইসলাম ভুটুর ছুরিকাঘাতে বড় চাচা সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন দুলু নিহত হয়েছেন। ঘাতক ভুটু ভোলাহাট সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মিলন আলীর ছেলে। নিহত দুলু ওই গ্রামের মৃত শাম মোহম্মদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মিলনের বাড়িতে ছুরিকাঘাতের ঘটনার পর রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুলুকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই গ্রামবাসি ভুটুকে হত্যায় ব্যবহৃত চাকুসহ পুলিশে সোপর্দ করে। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, মিলনের সাথে তার ছেলে ভুটুর ঝগড়া ছলছিল। এক পর্যায়ে ভুটু পিতা মিলনকে মারতে উদ্যত হয়। এসময় পাশের বাড়িতে বসবাসরত ইসমাইল এগিয়ে এসে ভুটুকে একটি চড় মেরে ঝগড়া থামাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ভুটু ঘর থেকে ছুরি এনে চাচার বুক,পিঠ ও পেটে একাধিক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি আহত হন ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিদর্শক পাশা আরও বলেন এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে ভুটু ও তার মায়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। আজ পুলিশ গ্রেপ্তার ভুটুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মরদেহ জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।