বাগডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় সাহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পূর্বপাড়ার শ্রী রাজিব সাহার ছেলে।
মারা যাওয়া শিশুর পিতা শ্রী রাজিব সাহা জানান, সাংসারিক কাজে প্রায় সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তার স্ত্রী শ্রীমতি সাথী রানী বাড়িতে রান্না করছিলেন। এসময় শিশু হৃদয় সাহা ঘরের ভেতর খেলাধুলা করছিল। একপর্যায়ে পানি গরম করার জগ কারেন্টের লাইনের সঙ্গে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয় সাহাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।