01713248557

প্রয়াসের মাছচাষের উপকরণ পেলেন ২০ চাষি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলায় ২০ জন মৎস্যচাষির মধ্যে মাছ ও সবজি চাষবিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে চুন, রোটেনন, টিএসপি ও ইউরিয়া সার, মাচা জাল, ঝাঁকি জাল, ব্লু নেট, সবজি বীজ, জি আই তার, তথ্য বুক ইত্যাদি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি গোবরাতলা শাখায় বুধবার এইসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পারসন ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, আরএমটিপির প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হীরা, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমাম।