ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা অর্থদণ্ড
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মো. এরফান আলী নামে এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক।
শনিবার ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডিত ব্যক্তি ওই গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।
মোবাইল কোর্টের বিচারক মো. শামীম হোসেন জানান, শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী এরফান আলী বীরেশ্বরপুর গ্রামে নিজ বাসভবনে খাবারের আয়োজন করেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন— এমন সংবাদ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী মো. এরফান আলীকে ২৭ (ক) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।