যুক্তরাষ্টের বিশ্বকাপ দলে সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র (ইউএসএ)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া। ৩৩ বছর বয়সী জয়াসুরিয়া ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ১২টি ওয়ানডে ও ১৮টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সম্প্রতি তিনি শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে তিন দিনের ম্যাচে অপরাজিত ১০০ রান করে নিজের ১৪তম প্রথম-শ্রেণির সেঞ্চুরি পূর্ণ করেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে থাকলেও খুব বেশি সুযোগ পাননি এই অলরাউন্ডার। পরে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি এবং সেখানকার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন। ২০২৩ সালে মেজর লিগ ক্রিকেটে সিয়াটল অর্কাসের হয়েও অংশ নেন। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক না হলেও বিশ্বকাপ দলে তার অন্তর্ভুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। অভিজ্ঞতা ও অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে তিনি দলের ভারসাম্য বাড়াবেন বলে আশা করা হচ্ছে। দলে আছেন পাকিস্তানে জন্ম নেওয়া স্পিনার মোহাম্মদ মহসিনও। দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, আর সহ-অধিনায়ক করা হয়েছে জেসি সিংকে। আগামী ৭ ফেব্রুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। একই গ্রুপে রয়েছে পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া।