প্রার্থীদের প্রচারণায় মুখর চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে। দিন যতই গড়াচ্ছে প্রার্থীরা ততই ভোটারদের দ্বারেদ্বারে ছুটছেন। দিচ্ছেন প্রতিশ্রুতি, চায়ছেন ভোট, চায়ছেন দোয়া। ভোটাররাও প্রস্তুত হচ্ছেন পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য।
শুক্রবার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করেন। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নতুন হাট এলাকায় হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হারুনুর রশীদ ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ অন্যরা। সন্ধ্যায় আলীনগরে পথ সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে একই আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী নূরুল ইসলাম বুলবুল শুক্রবার সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর পাড়ে এক অনুষ্ঠানে ১০৫টি উন্নয়ন পরিকল্পনার ইশতেহার ঘোষণা করেন। এসময় জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, সেক্রটারি আবু বকরসহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নূরুল ইসলাম বুলবুল দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এছাড়াও এই আসনে গণঅধিকার পরিষদ-জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ট্রাক প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা প্রতীকে ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান তারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট দিয়ে শিবগঞ্জের উন্নয়নের সুযোগ চান ভোটারদের কাছে। এসময় দলীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করে ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দিতে উদ্বুদ্ধ করেন। এসময় দলীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। এছাড়াও এই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম ছড়ি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা ও জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম। তিনি শুক্রবার সারাদিন বিভিন্ন এলাকায় গণসংযোগ আর পথসভা করে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে। তিনি শুক্রবার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভার মাধ্যমে দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করেন। এসময় দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।
এছাড়া এই আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম কাস্তে, ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল হাতপাখা ও জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।