আলকারাজ সাড়ে পাঁচ ঘণ্টার থ্রিলার জিতে ফাইনালে
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে যা হলো তা পুরাই সিনেমা। যেখানে লড়াই হয়েছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। এর মাঝে ইনজুরিতে পড়েন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ। তবে দমে যাননি তিনি। দুর্দান্ত থ্রিলার ম্যাচে আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে ফাইনালে উঠেছেন এই স্প্যানিশ। এতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ২২ বছর বয়সী আলকারাজ। সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জেতার খুব কাছে তিনি। শুক্রবার (৩০ জানুয়ারি) মেলবোর্ন পার্কে প্রথম সেট ৬-৪ এ জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আলকারাজ। দ্বিতীয় সেটেও টাইব্রেকে জেতেন। তৃতীয় সেট জমে ওঠে নাটকীয়তায়, যখন আলকারাজ ঊরু ও কুঁচকির ব্যথায় মেডিক্যাল টাইম আউট চান। কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ ছিল। এতে জভেরেভ ও চেয়ার আম্পায়ারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জভেরেভ টানা দুই সেট টাইব্রেকে জিতে পঞ্চম সেটে নেন। ম্যাচ নির্ধারণী সেটে একটা সময় ৩-১ এ লিড নেন তিনি। কিন্তু আলকারাজ হাল ছাড়েননি। দৃঢ়চেতা হয়ে ঘুরে দাঁড়ান এবং দর্শকদের কল্পনাকে হার মানান। শেষ পর্যন্ত জভেরভকে ৬–৪, ৭–৬ (৭–৫), ৬–৭ (৩–৭), ৬–৭ (৪–৭), ৭–৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ফাইনালের দেখা পেলেন আলকারাজ। ফাইনালে এই স্প্যনিশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচের দ্বিতীয় সেমিফাইনাল শেষে। এই থ্রিলার ম্যাচ জিতে আলকারাজ বলেন, ‘বিশ্বাস, সবসময় বিশ্বাস রেখেছি। আমি সবসময় বলি যতই ঝড়ঝাপ্টা আসুক, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তৃতীয় সেটের মাঝামাঝি সময়ে চোট পেলাম। এই ধরনের পরিস্থিতিতে আগেও পড়েছি। কিন্তু আমি ম্যাচ থেকে সরে দাঁড়াইনি। শেষ বল পর্যন্ত লড়াই করে গিয়েছি।