বাংলাদেশে নির্বাচন ঘিরে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে। যার লক্ষ্যবস্তুতে সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থান থাকতে পারে। মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত, বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যেকোনো বৃহৎ সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।
বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল পরিবহন এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি থেকে সকল পরিবহনের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সেই অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস সীমিত পরিসরে অনসাইট পরিষেবা প্রদান করবে বলে জানানো হয়েছে ওয়েবসাইটে।