গোবরাতলায় ভোটার উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক তথ্য অফিসের

চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা মধ্যপাড়ায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বক্তব্য দেন— জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মোসা. নাজনীন নাহার। উঠান বৈঠকে বক্তারা গণভোট কী?, গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিলে দেশে কী কী সংস্কার হবে তা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং না-এর পক্ষে ভোট দিলে কিছুই হবে না তা উল্লেখ করেন। শেষে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।