ভারতে ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এশিয়ার বিভিন্ন দেশে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঠেকাতে থাইল্যান্ড ও নেপালের মতো দেশগুলো তাদের বিমানবন্দর ও সীমান্ত পয়েন্টগুলোতে কড়া নজরদারি এবং স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে।

থাইল্যান্ড বিশেষ করে ব্যাংকক এবং ফুকেট বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করার পাশাপাশি তাদের স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণাপত্র সংগ্রহ করছে। একইভাবে নেপালও কাঠমান্ডু বিমানবন্দরসহ ভারতের সাথে সংযুক্ত স্থল সীমান্তগুলোতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এমনকি তাইওয়ান কর্তৃপক্ষ নিপাহ ভাইরাসকে তাদের জনস্বাস্থ্যের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ (ক্যাটাগরি ফাইভ) রোগ হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে।

পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি হাসপাতাল থেকে এই সংক্রমণের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। চলতি মাসের শুরুর দিকে পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিপাহ একটি অত্যন্ত বিপদজনক ভাইরাস। এটি মূলত পশু থেকে মানুষের দেহে ছড়ায়, তবে এটি মানুষ থেকে মানুষেও সংক্রমিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে কোভিড-১৯ এবং জিকার মতো শীর্ষ দশটি অগ্রাধিকারমূলক রোগের তালিকায় রেখেছে। এর প্রধান কারণ হলো, এই রোগের মৃত্যুর হার অনেক বেশি (৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে)। এখন পর্যন্ত এর কোনো কার্যকর টিকা বা সুনির্দিষ্ট ওষুধ আবিষ্কৃত হয়নি।

এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত চার থেকে চৌদ্দ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। প্রাথমিকভাবে জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা এবং বমি ভাব দেখা দিলেও তীব্র সংক্রমণের ক্ষেত্রে নিউমোনিয়া এবং মস্তিষ্কের প্রদাহ বা এনসেফালাইটিস হতে পারে। এগুলোই রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ১৯৯৮ সালে মালয়েশিয়ায় প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয়। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে এর প্রকোপ দেখা গেছে। বিশেষ করে ভারতের কেরালা রাজ্যে গত কয়েক বছরে বেশ কয়েকজন এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। আন্তর্জাতিক মহল অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সূত্র: বিবিসি