মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে এক নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েক জন আহত হয়েছেন। মেয়র কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় গ্তকাল সালামানকা শহরের একটি পাড়ায় এই হামলার ঘটনার পর জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফুটবল ম্যাচ শেষে বন্দুকধারীরা মাঠে হামলায় চালায়। এতে ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
মেয়র কার্যালয় জানিয়েছে, গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র। তবে সম্প্রীতি সহিংসতা বেড়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের কাছে আবেদন করেছেন। এছাড়া গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে,তারা এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য ফেডারেল কর্তৃপক্ষের সাথে তদন্ত এবং সমন্বয় করে যাচ্ছেন। গত বছর গুয়ানাজুয়াতোতে সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সান্তা রোজা ডি লিমা নামে একটি স্থানীয় গ্যাং শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের সাথে লড়াই করছে।
মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সাথে, ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক। এটি মেক্সিকো সিটি, গুয়াদালাজারা এবং মন্টেরেতে তিনটি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করবে। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে অন্য দুটি স্টেডিয়ামে টুর্নামেন্টের চারটি খেলা এবং দুটি করে আন্তঃকনফেডারেশন প্লে-অফ অনুষ্ঠিত হবে।