চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ’র ৫০ সাংবাদিকের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন

রাজশাহীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে রাজশাহী সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৪ ও ২৫ জানুয়ারী ২ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (শিক্ষা) প্রফেসর মোহাঃ ফরিদ উদ্দিন খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে একটি সুখী, সমৃদ্ধ, দূর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে)’র সভাপতি মুহা.আব্দুল আওয়াল। প্রশিক্ষনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৫০জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিগন। দু’দিনে প্রশিক্ষন প্রদান করেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ শারমীন রিনভী ও এটিএন বাংলার চীফ রিপোর্টার একরামুল হক সায়েম।