ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৬৩৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ

260

আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৬৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসন ক্যাডারের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অবশ্যই আগামী ২৭ ডিসেম্বর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করতে হবে। আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা।