দুবাইসহ মধ্যপ্রাচ্যের একাধিক রুটে ফ্লাইট স্থগিত করল এয়ার ফ্রান্স-কেএলএম
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ইউরোপের দুই শীর্ষ বিমান সংস্থা- ফ্রান্সের এয়ার ফ্রান্স ও নেদারল্যান্ডসের কেএলএম দুবাইসহ মধ্যপ্রাচ্যের একাধিক রুটে তাদের একাধিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। যাত্রী ও বিমানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলো।
গ্তকাল ফ্রান্সের জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্স এক বিবৃতিতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুবাই রুটে তাদের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঝুঁকি কমলে ফ্লাইট সূচি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এয়ার ফ্রান্স আরও জানায়, “যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা আমাদের অপারেশনাল সিদ্ধান্ত হালনাগাদ করছি।”
অন্যদিকে, ডাচ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনওএস–এর বরাতে জানা গেছে, কেএলএম তেল আবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রেখেছে। পাশাপাশি ইরাক, ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের দিকে একটি বড় নৌবহর বা ‘আর্মাডা’ পাঠাচ্ছে এবং ইরানকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এয়ার ফ্রান্স ও কেএলএম উভয় সংস্থাই যাত্রীদের নিজ নিজ ওয়েবসাইট ও হেল্পলাইনে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট আপডেট জানার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে টিকিট পুনর্নির্ধারণ বা রিফান্ড সুবিধাও দেওয়া হচ্ছে।