গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষন উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩ দিন ব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। পরে উপজেলা নির্বাচন অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সী। কর্মশালায় বক্তব্য দেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সাদমান, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গোমস্তাপুর উপজেলার ৯৫ টি কেন্দ্রের জন্য নিয়োগকৃত ৫৪৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।