দেশে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে রেকর্ড দামে স্বর্ণের বাজার

টানা ৬ দফা দাম বাড়ানোর পর এক দফা কমেছিল দেশের বাজারে সোনার দাম। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আবারও বাড়ানো হলো সোনার দাম। এবার ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। নতুন এই দামের মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাল সোনার দাম। আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়ে বাজুস বলেছে, দুপুর সোয়া ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের পরিবর্তনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।