স্কুলপর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি এই ডায়ালগের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। সূচনা বক্তব্যে ব্র্যাকের কার্যক্রম তুলে ধরেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন।
ডায়ালগ সঞ্চালনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিকার—প্রতিরোধ বিষয়ক সাবির্ক দিক তুলে ধরেন ব্র্যাক, ডিজেডি রাজশাহী রিজিওনাল ম্যানেজার অপূর্ব সাহা। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— সিসিডিবির এরিয়া ম্যানেজার ডা. নাইমা ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের এরিয়া কো-অর্ডিনেটর এ্যানি নকরেক, স্বপ্ন সারথির সদস্য পায়েল চৌধুরী।
বক্তারা নারী ও কন্যাশিশুদের ওপর নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সচেতন করা, কিশোর-কিশোরীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, এনজিওগুলোকে বিশেষ ভূমিকা রাখা, বাল্যবিয়ের কারণে তালাকপ্রাপ্ত হয়ে পরিবার থেকেই কন্যাশিশুদের নির্যাতনের শিকার, আইনের প্রয়োগসহ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিকার-প্রতিরোধে নানান পরামর্শ উঠে আসে ডায়ালগে। ব্র্যাকের এ ধরনের কর্মসূচির প্রশংসা করেন বক্তারা। ডায়ালগে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কুলপড়ুয়া কিশোরী, সাংবাদিকরা অংশগ্রহণ করেন।