র‌্যাবের পৃথক অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের দুটি পৃথক অভিযানে ২৯৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দাড়িগাছা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল লতিফ এবং একই গ্রামের মৃত সেকেন্দারের ছেলে আবু সায়েদ আলী। র‌্যাব জানায়, গতকাল সন্ধ্যায় নিজ বসত বাড়ি থেকে সায়েদকে ১২০ বোতল এবং এর আগে বিকেলে আবু আব্দুল লতিফকে ১৭৭ বেতাল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রির গোপন খবরে অভিযান চালিয়ে ২৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানায়, এসব ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।