চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে বাল্যবিয়ে এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লোকসংগীত ও গম্ভীরা পরিবেশন করা হয়েছে। আজ বিকেলে মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ গম্ভীরা ও লোকসংগীত পরিবেশন করেন। এতে শিশু অধিকার ও সুরক্ষার বার্তা তুলে ধরা হয়। এছাড়াও বাল্যবিয়ের কুফল, শিশুর প্রতি সহিংসতার ভয়াবহতা এবং শিশু অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।