শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা আদায়, হর্ন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার হরিপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে শব্দদূষণ (নিয়ন্ত্রণL) বিধিমালা ২০২৫ অনুয়ায়ী ৩টি ট্রাকচালকের বিরুদ্ধে ৩টি মামলা করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল। প্রসিকিউশন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।