ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এর মাধ্যমে বহুল প্রত্যাশিত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ অগ্রগতি হলো।
রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পর্যায়ের সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর অধ্যাদেশটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এটি যথাযথ কর্তৃপক্ষের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশটি চূড়ান্ত করার আগে একাধিক গুরুত্বপূর্ণ ও স্বচ্ছ ধাপ অনুসরণ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত গ্রহণ, জনমতের জন্য ওয়েবসাইটে খসড়া প্রকাশ এবং শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় উল্লেখযোগ্য। পাশাপাশি বিশেষজ্ঞদের অভিমত নিয়ে একটি সর্বজনগ্রাহ্য কাঠামো প্রণয়ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের লক্ষ্য ছিল একটি আধুনিক, যুগোপযোগী ও অংশীজনদের প্রত্যাশা-প্রতিফলিত শিক্ষা কাঠামো তৈরি করা, যাতে বিদ্যমান উদ্বেগ ও প্রশ্নেরও সমাধান থাকে।
এদিকে অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় থাকায় সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, একটি টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রতিটি ধাপ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ সময় জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়—এমন কোনো কর্মসূচি কিংবা আবেগপ্রসূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা দীর্ঘদিনের এই অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করা হয়।
অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।