বাংলাদেশকে বদলাতে ও সমৃদ্ধশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ দিন 

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা বাংলাদেশকে বদলাতে চান, সমৃদ্ধশালী হিসেবে দেখতে চান, আসুন সবাই মিলে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিন। শুক্রবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। আদিলুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি ভোট দিতে হবে। একটি ভোটে ৫ বছরের জন্য আপনাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন, আরেকটি ভোট হবে আগামী ১০০ বছরের জন্য বাংলাদেশের গতি নির্ধারণ ও ফ্যাসিবাদমুক্ত চলার পথ।