প্রয়াসের ষাণ্মাসিক পর্যালোচনা সভা

রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ষাণ্মাসিক অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর পোস্টাল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সভায় সংস্থার কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন— পরিচালক (মানবসম্পদ-প্রশাসন প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তা। আলোচনার পর ক্ষুদ্র ঋণের বিভিন্ন ইন্ডিকেটরের ভিত্তিতে সফল ইউনিট ব্যবস্থাপকসহ সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় ৭৪টি ইউনিটের ইউনিট ম্যানেজার, জোন প্রধান, আইটি এমআইএস স্টাফগণ অংশগ্রহণ করেন।